সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৯ জুন ২০২৩;সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৮ জুন) সন্ধ্যায় দেশটির আকাশে তা দেখা যায়। ফলে আগামী ২৮ জুন (বুধবার) সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।

 

Advertisement

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্থানীয় সময় এদিন সন্ধ্যায় সৌদি চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। ফলে এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

এর আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। এদিন সেসব দেশে চাঁদ দেখা যায়নি। ফলে সেগুলোতে ২৯ জুন (বৃহস্পতিবার) কুরবানির ঈদ উদযাপিত হবে।

 

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিনটি উদযাপন করেন সারাবিশ্বের মুসলমান।

Advertisement

সর্বশক্তিমান আল্লাহর অপার কৃপার আশায় জামাতে ২ রাকাআত নামাজ আদায় করেন তারা, যা মূলত ওয়াজিব। পরে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

আরবি চন্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। মাসটির ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন করা হয়। এর আগের দিন হজ অনুষ্ঠিত হয়।

 

প্রতিবছর এ মাসে সৌদির পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

ইসলামি ক্যালেন্ডার অনুসারে, ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হয়। সেই হিসাবে আরাফাহ দিবস পালিত হবে আগামী ২৭ জুন। ওই দিন মক্কায় আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। পরের দিনই দেশটিতে ঈদ উদযাপন করা হবে।

Advertisement

সাধারণত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। এ উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।