ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ জুন ২০২৩:আসছে অক্টোবরেই মেট্রোরেল মতিঝিলি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন।
Advertisement
ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাসে এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ইতোমধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।
মেট্রোরেল জাতীর সম্পদ উল্লেখ করে এটি রক্ষা করতে সকলকেই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি বলেন, জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে। এসময় মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।
Advertisement
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই মেয়রকে উদ্দেশ্য করে কাদের বলেন, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করতে আইন করতে হবে। সিগারেট খাওয়ার স্পট করে দিন, যত্রতত্র খাওয়া যাবে না।
ঢাকার বায়ুদূষণ তাঁকে লজ্জা দেয় উল্লেখ করে ঢাকার চারপাশে ইটভাটা বন্ধ করার উদ্যেগ নিতে দুই মেয়রের প্রতি আহবান জানান। ওবায়দুল কাদের বলেন, উদ্যোগ নিন আপনারা, আমরা সব ধরনের সহায়তা করবো। ঢাকা শহরের বায়ুদূষণ কমাতেই হবে।
Advertisement
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন করতে হবে। আমরা আনলিভেবল (বসবাসের অযোগ্য) সিটি হবো কেন? যে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে তার সিটি কেন বাস যোগ্য হবে হবে। হর্ণ বন্ধ করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। স্মার্ট হতে হবে।
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহাইড ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দীন আহমেদ।