ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ :মোবাইল অ্যাপের মাধ্যমে সংগীত প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা করছে ‘হ্যালো সুপার স্টার অ্যাপ’। এতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষার প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। এর অডিশন হবে অনলাইনে। যাচাই বাছাই শেষে সেরা প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে অংশ নেবেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা, বলিউডের কুমার শানু, বিনোদ রাঠোর এবং বাংলাদেশের সংগীতের যুবরাজ আসিফ আকবর।
Advertisement
‘হ্যালো সুপার স্টার’ এ অতিথি হিসেবে অংশ নেবেন দেশসেরা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীরা। এ প্রসঙ্গে আসিফ আকবর জানান, প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ লাখ টাকা। পাশাপাশি তারা পাবেন দেশের নামকরা সংগীত তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ।
Advertisement
উল্লেখ্য মালয়েশিয়াতে গত ৩০ এপ্রিল তারকাদের নিয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে ‘হ্যালো সুপার স্টার’ অ্যাপ। যাত্রার পরপরই সংগীত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তারা।