ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ :নির্বাচনে বিএনপি অংশ না নিলে মানুষ ভোট দিতে আসবেন না, এমন ভাবনাকে দিবাস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Advertisement
খুলনা ও বরিশাল সিটিতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ার কথা উল্লেখ করে সোমবার এক সমাবেশে তিনি বলেন, বিএনপি নেতারা বলে, ভোটের প্রতি নাকি ভোটারদের আগ্রহ নেই। বিএনপি আসবে না বলে ভোটাররা আসবে না, এমন দিবাস্বপ্ন দেখে লাভ নেই। লাফালাফি বন্ধ হয়ে যাবে।’
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যত ষড়যন্ত্র, চক্রান্ত বাধা আসুক, সন্ত্রাস করুক, শেখ হাসিনা আবারো বিজয়ের বন্দরে পৌঁছে যাবেন।
নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসুন, শক্তি যাচাই করুন। জনগণ কাকে ভোট দেয়।’
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিএনপি জোট পেয়েছিল ৩০টা সিট। তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে বিএনপি জিতে যাবে এমন নয়। আর ২০০১ এর মতো তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।
Advertisement
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে, আর হবে না। আমরা কবরে পাঠাইনি, আদালত পাঠিয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি। বিশ্বব্যাংক, আইএমএফ বাজেট সহযোগিতা দিয়েছে। বিদ্যুৎ নিয়ে বিএনপি তুলকালাম করেছে। তারা দিয়েছে খাম্বা, আর আওয়ামী লীগ দিয়েছে বিদ্যুৎ।
কিছুদিন পর লোডশেডিং থাকবে না-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। আরও কমবে। এই দুর্ভোগ থাকবে না।
‘শেখ হাসিনা রাত জেগে বিদ্যুতের সংকট সমাধান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করেন। কাজেই সেই নেতাকে হটানো অত সহজ না।’
ওবায়দুল কাদের আরও বলেন, লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ মোকাবিলা করবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, বাংলাদেশের জঙ্গিবাদী শক্তি, অর্থ পাচারকারী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম, শেখ হাসিনার সংগ্রাম চলছে, চলবে।