ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,সোমবার, ১২ জুন ২০২৩ : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ২৮৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬০ কেন্দ্রের ফলাফল হাতে এসেছে।
তাতে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ২৭১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আব্দুল আউয়াল পেয়েছেন ৭১৮৯ ভোট।
Advertisement
সোমবার (১২ জুন) বিকেলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ। এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Advertisement
এর মধ্যে, ৫ জন মেয়র প্রার্থী ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।