ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি,সোমবার, ১২ জুন ২০২৩ : বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১২৬ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭ কেন্দ্রের ফলাফল হাতে এসেছে।
Advertisement
তাতে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৪২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৯৯৬ ভোট।
সোমবার (১২ জুন) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ। বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Advertisement
তারা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে, নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।