বরিশালে বড় ব্যবধানে এগিয়ে নৌকা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি,সোমবার, ১২ জুন ২০২৩ : নির্বাচন শেষে বরিশালে সিটি করপোরেশনের ফল ঘোষণা শুরু হওয়ার পর বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। অর্ধেকের বেশি কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন।

Advertisement

বরিশাল সিটিতে মোট কেন্দ্র রয়েছে ১২৬টি। এরমধ্যে ৭২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৪৮ হাজার ৭৭৪ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ১৭ হাজার ৪৭২।

বরিশালে সিটিতে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) এবং মো. আসাদুজ্জামান (হাতি)।

Advertisement

বরিশালে ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সিটির ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচনে দুই নারী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement