পায়ের আঙুলের ছাপে ভোট দিলেন তিনি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,সোমবার, ১২ জুন ২০২৩ : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পায়ের আঙুলের ছাপে ভোট দিয়েছেন আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী মোল্লা। তার দুটি হাত নেই। তাই পায়ের আঙুলের ছাপ দিয়েই ভোটার হয়েছিলেন তিনি।

Advertisement

সোমবার (১২ জুন) সকালে পায়ের আঙুলের ছাপেই নিজের ভোট দেন আশরাফ। ৫১ নম্বর গোয়াল পাড়া কমিউনিটি সেন্টার কেন্দ্রে তিনি তার ভোট দেন। নিজের হাত না থাকায় ছেলের সহযোগিতায় ভোটদান কার্যক্রম সম্পন্ন করেন আশরাফ আলী।

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশরাফ আলী মোল্লা। এ সময় তিনি জানান, পায়ের আঙুলের ছাপ দিয়ে ভোটার হয়েছিলাম। ভোটও সেভাবেই দিলাম।

এবারই প্রথমবারের মতো খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরায় মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

Advertisement

কেসিসি নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য লড়াই করছেন মোট ১৮০ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেক, জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের  মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক।

Advertisement