ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় কার্যকর ঘিরে কারাফটকে রাখা হয়েছে চারটি বিশেষ অ্যাম্বুলেন্স।
কারাগারের ভিতর থেকে নির্দেশ পেলেই অ্যাম্বুলেন্সগুলো ঢুকবে।
শনিবার (২১ নভেম্বর) রাতেই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ মারুফ হাসান।
ফাঁসির দণ্ড কার্যকরের পর মরদেহ এ অ্যাম্বুলেন্সে তাদের গ্রামের বাড়িতে নেওয়া হবে।