তত্ত্বাবধায়ক ছাড়া কোনো প্রক্রিয়া মানবো না: ফখরুল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৯ মে ২০২৩ : তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো প্রক্রিয়া মেনে নেওয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মরণ কামড় দিয়েছে। নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার ১২ বছর আন্দোলন থামাতে পারেনি, গুলি চালিয়েও পারবে না।

Advertisement

শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীর বালু মাঠে বিএনপির ১০ দফা আদায়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো সংঘাত নয়, সুষ্ঠু নির্বাচন চায়। ২০১৮ সালে আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

বেগম জিয়াকে মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা প্রত্যাহার করে মুক্তি, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করার দাবি জানান তিনি।

এসময় ফখরুল প্রশ্ন রেখে বলেন, সরকার আইন করেছে নির্বাচন কমিশন কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবেনা। তাহলে কমিশন স্বাধীন হলো কীভাবে?

Advertisement

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহবান জানিয়ে তিনি বলেন, সরকার দেশি-বিদেশি সবমহলে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করবেন না।

ফখরুল বলেন, মোখার চাইতেও জনসমুদ্রের গণআন্দোলনে সরকারকে পতন ঘটাতে হবে। সরকার মোখা ঠেকাতে পেরেছে বললেও জনতার উত্তাল তরঙ্গ ঠেকাতে পারবেনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথেই ফয়সালা করে সরকারকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, গ্যাস, বিদ্যুৎ না থাকলেও প্রতিদিন এর দাম বাড়ছে। গ্রামের মানুষ ফসল ফলাতে পারছেনা। চালের দাম প্রতিদিন বাড়ছে। চিনি, লবণ, ডিম, পেঁয়াজ, মসলা সবকিছুর দাম ১০ গুন বাড়ছে। মন্ত্রীরা এসি গাড়িতে বসে পোলাও-কোরমা খাচ্ছেন আর বলছেন- সব ঠিক আছে, দেশ সিঙ্গাপুরের মতো হয়ে গেছে।

Advertisement

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভবন থেকে বের হয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন বাজারে কী হচ্ছে।যারা বন্দুকের জোরে ক্ষমতায় থাকে তারা জনগণের ভাষা বুঝতে পারেনা।

Advertisement

ক্ষমতাসীনদের মাথার কাছে আজরাইল চলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ঘুরে আসলেও সরকারের লাভ হবেনা। তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।