ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার সাভার প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ : ঢাকার সাভারে টহল পুলিশের জেরার মুখে প্রাইভেটকার ভর্তি গাঁজা ফেলে রেখে এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটির চালকে আটক করেছে।
Advertisement
শনিবার (১৩ মে) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের প্রান্তিক গেইট সংলগ্ন এলাকা থেকে এক্সিও প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-৩৪-৩৬৬৪) জব্দ করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
Advertisement
আটক প্রাইভেটকারের চালক মাসুদ রানা (২৮) ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মির্জাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম রোধে নিয়মিত টহল ডিউটির সময় প্রান্তিক গেইট এলাকার আরিচাগামী লেনের নির্জনস্থানে একটি সাদা এক্সিও প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখি। প্রাইভেটকারের আগেই পানির বোতল হাতে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টয়লেট করবেন বলে জানান।
পরে সামনে গিয়ে প্রাইভেটকার চালককেও জিজ্ঞাসাবাদ করতেই টয়লেট করতে যাওয়া ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় সন্দেহজনক ভাবে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় প্রাইভেটকারের চালককে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, প্রাইভেটকারটি রাজধানীর তিনশো ফিট এলাকা থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে মানিকগঞ্জে নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে আটক ব্যক্তি।