নরসিংদীতে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, প্রধান শিক্ষক গ্রেফতার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নরসিংদী প্রতিনিধি,বুধবার, ১৭ মে ২০২৩ : নরসিংদীতে এক কলেজ ছাত্রীকে খালি বাসায় ডেকে নিয়ে অশালীন আচরণ এবং ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার মামলায় বেলাব উপজেলার খামারের চর এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৬ মে) রাতে তাকে নরসিংদী সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বুধবার (১৭ মে) দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।


বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।


গ্রেফতার ওই শিক্ষকের নাম মুক্তার হোসেন (৫৫)। তিনি বেলাব উপজেলার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা করেন।

Advertisement

জানা যায়, বেলাব উপজেলার খামারের চর এলাকার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রী ও বর্তমানে কলেজ ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী পৌরসভার বেলদি এলাকায় তার খালি বাসায় ডেকে নেন। পরে সেখানে ফ্ল্যাট লিখে দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিও রেকর্ড করে রাখেন ওই ছাত্রী। প্রধান শিক্ষক মুক্তার হোসেনের এসব অশোভন আচরণ ম্যাসেঞ্জারে অন্যদের জানালে সোমবার রাতে প্রধান শিক্ষকের ছবিসহ ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এরপর এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

পরে, শিক্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাস স্ট্যান্ডে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ওই সময় উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ভুক্তভোগী কলেজ ছাত্রী প্রধান শিক্ষককে আসামি করে সদর মডেল থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement


নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, ভুক্তভোগী কলেজ ছাত্রী মঙ্গলবার রাতে মামলা দেয়ার পর রাতেই আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার বেলা সাড়ে বারোটায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।