টিকটকে ‘সুরমা সুরমা’ গানের দেড় লাখ ভিডিও!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে যেমন শাকিব খান অভিনীত ‘লিডার-আমিই বাংলাদেশ’ ছবি মুক্তি পেয়েছে। ঈদে দুই বাংলায় মুক্তি পাওয়া সিনেমার গানগুলোর মধ্যে লিডারের ‘সুরমা সুরমা’ গান যেন ঝড় তুলেছে।

Advertisement

জাহিদ আকবরের গীতিকথায় এই সিনেমায় ইমরান ও কোনালের গাওয়া গানের কাছে বলিউড গায়ক অরিজিত সিং-এর গাওয়া গানও অনেকটাই পেছনে পড়ে গেছে।

‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গান সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়ালি ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ বার স্ট্রিম হয়েছে। তবে এসবের বাইরে অভাবনীয় সাড়া পাওয়া গেছে বিনোদন ভিত্তিক সামাজিক মাধ্যম টিকটকে। টিকটকে ‘সুরমা সুরমা’ গান ব্যবহার করে ভিডিও বানানো হয়েছে দেড় লাখের বেশি।

Advertisement

ইমরানের প্রথম প্রকাশ করা ‘সুরমা সুরমা’ গান থেকে ১ লাখ ৪০ হাজার, আরটিভি মিউজিক থেকে প্রকাশ করা গান থেকে ৫ হাজার, কোনাল ও ইমরান যৌথ অ্যাকাউন্ট থেকে এক হাজার, শাকিব খানের নামের অ্যাকাউন্ট থেকে বারো’শ এভাবে টিকটক ভিডিও সংখ্যা দেড় লাখ পেরিয়েছে।

সাম্প্রতিক সময়ে টিকটকে বাংলাদেশি সিনেমার গান নিয়ে এতোটা মাতামাতি হয়নি বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা তপু খান।

Advertisement

এদিকে টিকটক ঘেঁটে দেখা গেছে,  ইমরানের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টের একাধিক ভিডিওতে ১০.৪ মিলিয়ন বা এক কোটি ১৪ লাখ স্ট্রিম হয়েছে ‘সুরমা সুরমা’ গানটি, আরটিভি মিউজিকে প্রায় ১০ লাখ, বুবলীর টিকটকে ১৩ লাখ, আরোহি মিম নামের ভেরিফায়েড টিকটকারের আইডিতে ১১ লাখ, আজমাল হাসানের ৭ লাখসহ হাজার হাজার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ বার গানটি স্ট্রিম হয়েছে। এই স্ট্রিম সংখ্যা সেটা কয়েক কোটিতে পৌঁছে যাবে।

Advertisement

এই গানের গীতিকার জাহিদ আকবর বলেন, ‘আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানে। ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! এত দর্শকনন্দিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’