মেঘনা উপজেলার চন্দনপুর ইউপি উপ-নির্বাচনের হাতপাখার প্রতীক পেয়ে প্রার্থীদের শোডাউন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).মেঘনা প্রতিনিধি,মঙ্গলবার, ০৯ মে ২০২৩ : কুমিল্লা মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ মে,২০২৩) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সকল প্রার্থীদের উপস্থিত সম্মুখে বরাদ্দকৃত প্রতীক বুঝিয়ে দেন। সবশেষে ১০ জন প্রার্থীকে মনোনীত করা হয়।

Advertisement

যারা প্রতীক পেয়েছে তারা হলেন, মোঃ সেলিম আহম্মেদ (নৌকা), মোঃ আমির হোসেন (হাতপাখা), মোঃ এবাদ উল্লাহ (ঘোড়া), মোঃ আ ন ম বজলুর রশিদ (আনরস), মোঃ মোখলেছুর রহমান (টেবিল ফ্যান), মোঃ হাবিজুল্লাহ দুরা গাজী (সিএনজি), মোঃ সেলিম সরকার (চশমা), মোঃ গোলাম মহিউদ্দিন মোহন (আম পাতা), মোঃ ফজর আলী (মটর সাইকেল), মোহাম্মদ আলী (টেলিফোন)।

Advertisement

সরেজমিনে দেখা যায়, বরাদ্দকৃত প্রতীক পেয়ে শোডাউন করেছেন সকল প্রার্থীরা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো.আমির হোসেন-এর শোডাউন ছিলো ভিন্নরকম। দুপুর ১২ টার দিকে মেঘনা উপজেলার নির্বাচন অফিস থেকে বের হয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পুরো ৩নং চন্দনপুর ইউনিয়ন পদক্ষিন করে।

Advertisement

মোঃ আমির হোসেন বলেন, জনগণ এবার ইসলামী শক্তিকে বিজয় করার জন্য বদ্ধপরিকর। এবার ৩নং ইউনিয়নে হাতপাখার যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সুষ্ঠুভাবে ইউনিয়নবাসী ভোট দিতে পারলে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।

Advertisement