ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ০৯ মে ২০২৩ : ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশাচালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি অর্জন করেন। সেই সময়টা তার বেশ ভালোই কাটছিল।
Advertisement
কিন্তু জীবনের শেষ সময়টা আকবরের কেটেছে অসুখে-বিসুখে, অর্থাভাবে। গত বছরের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর। বিভিন্ন সময় এই শিল্পীর পাশে ছিলেন ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার আকবরের মেয়ের পড়াশোনার খরচ দেওয়ার পাশাপাশি তাকে চলচ্চিত্রের গানে সুযোগ দেবেন বলে রাইজিংবিডিকে জানান ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
Advertisement
ডিপজল বলেন, ছেলেটা (আকবর) অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই ও থেকেছে কিছুদিন। মাঝে মাঝে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি। ওর মেয়েটার পড়াশোনার জন্য আমি পাশে থাকবো। মৃত্যুর পর ওর স্ত্রী আমার কাছে আসছিলেন। আমি বলেছি সহযোগিতা করবো। শুনেছি আকবরের মেয়েটা গানে বেশ ভালো। ভালো গান করলে সুযোগ দিব ভালো কিছু করার।
Advertisement
তিনি আরো বলেন, আকবর ভালো গান করতো। ওর মধ্যে প্রতিভা ছিল। অকালে ছেলেটা চলে গেল। ওর পরিবারের সহযোগিতায় পাশে থাকবো।
Advertisement
আকবরের মেয়ে নিয়মিত গানের চর্চা করে। আকবর একবার রাইজিংবিডির এই প্রতিবেদকের কাছে বলেছিলেন, ‘স্বপ্ন দেখি, আমার মেয়ে একদিন বড় শিল্পী হবে। আমি যা পারিনি আমার মেয়ে যেন তা করতে পারে। সবার কাছে এই দোয়া চাই।’ আকবরের সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকবেন বলে জানান ডিপজল।