ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৯ মে ২০২৩ : টিভি নাটকের এ প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। পাশাপাশি মডেলিং এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে সরব থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ই নানা ইস্যুতে ব্লগ তৈরি করে ফেসবুকে আপলোড করেন তিনি।
গেল ঈদুল ফিতরে মুক্তি পায় ‘কিল হিম’ সিনেমা। ওই সিনেমা নিয়ে শাকিলা একটি ব্লগ তৈরি করেছিলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে হয়রানির শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি আরটিভির এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
Advertisement
শাকিলা বলেন, ঈদের পরে তো সবাই একটু ঘুরতে পছন্দ করে। আমি আমার ফ্রেন্ডসের সঙ্গে মুভিটা দেখতে গিয়েছিলাম। আমি বরাবরই সব জায়গায়তেই একটা করে ব্লগ করি। সেদিনও কোনো উদ্দেশ্য ছাড়াই ব্লগ করেছিলাম।
পরে আমি ব্লগটা আপ করার পর একজন আমাকে নক দিয়ে বলে, তুমি এটা আপ করেছ কেন; তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। এটা ডিলিট করে দাও। না হলে তোমাকে ভাইরাল করার জন্য যা যা লাগে সব করা হবে। আমি তখন শুধু একটা কথাই বলেছিলাম, ধন্যবাদ।
আর এ নিয়েই আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা হচ্ছে, আমি কেন ভিডিওটা ডিলিট করছি না। ভিডিওটা যদি আইনের আওতায় থাকতো, তাহলে তারা আইনি ব্যবস্থা নিয়ে আমাকে ডিলিট করতে বলতো। এটাও বলা হয় আমাকে, শাকিলা তুমি যদি কিছু টাকা দাও ওদেরকে, দেখবে উনি ঠিক হয়ে যাবে। এরা টাকার জন্যই কাজ করে।
অভিনেত্রী আরও বলেন, আমার মতো আমি বলেছি, আমার মতো হাজার হাজার মানুষ শুধু এই মুভি না বাংলাদেশের সব মুভি নিয়েই রিভিও করে। আর এই সিনেমাটা নিয়ে অনেক মানুষই অনেক ধরনের কথা বলেছে। কিন্তু আমি তো সে রকম কিছু বলিনি। গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, এখানে যেকোনো মানুষের কথা বলার অধিকার আছে।
Advertisement
এখানে মূলত ব্লগ করার জন্য আশপাশের পরিবেশ দেখানো হয়। সেদিন তো আশপাশের পরিবেশে (হলে) তেমন একটা মানুষ ছিল না। পুরো হলই ফাঁকা ছিল। তো তাদের সমস্যা হচ্ছে আমি নাকি টাকা খেয়ে ভিডিও করেছি। হলে নাকি তাদের ২০০ মানুষ ছিল। আমি মুখ দিয়ে তো বলিনি, আমার ভিডিওটাই প্রমাণ।
শাকিলা আরও বলেন, তাদের হলে মানুষ থাকুক বা না থাকুক তাতে আমার কিছু আসে-যায় না। আমি তো এডিট করে মানুষ বসিয়ে দিতে পারব না। তাদের মুভি নিয়ে আলাদা কি প্রমোশন হচ্ছে, সেটাও তো আমি জানি না। আমি আমার দুনিয়ায় থাকি। আমার দুনিয়াটা খুবই ছোট। আমি নাটকের মানুষ, গানের মানুষ। কিন্তু অনেকে পোক (খোঁচা মারা) করার জন্য বলেন, টিকটকের। এটা শুনলে সত্যিই ভীষণ হাসি পায়। কারণ, আমি ২০১৮ সাল থেকে কাজ করছি। তখন টিকটক ছিল না। আর ছিল কি না সেটাও জানি না। লকডাউনের পর টিকটক অ্যাকাউন্ট খুলেছি আমি।
তিনি বলেন, ওই ব্লগটা ওনারা ডিলিট করতে বলে। ওনাদের প্রমোশন হয়তো এ রকম ছিল যে, মুভিটা হাউসফুল যাচ্ছে। কিন্তু আমার ব্লগে দেখা গেছে যে, হল পুরোটাই ফাঁকা ছিল কয়েকজন ছাড়া। আর যে কজন ছিল, তাদের মধ্যে দু-একজন মুভিটা নিয়ে কমেন্ট করেছে। আর সেই মন্তব্যগুলো আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।
শাকিলা পারভীন আরও বলেন, আমার এতটুকু সাহস আছে। আমি প্রতিবাদী নারী। আমি একমাত্র আল্লাহ্ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমাকে কেউ বুলিং করবে, হয়রানি করবে, এ জন্য আমি মানুষের কথা শুনব, সেটা আমি কখনই মেনে নেব না।
অভিনেত্রী আরও বলেন, আমি শিক্ষিত, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে। অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটা মানুষের দায়িত্ব। আপনি যদি অন্যায় সহ্য করেন, সেটাও আপনার জন্য একটা অন্যায়। তারা হচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে আরও নেতিবাচকভাবে দেখানোর জন্য, মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা করা আর প্রস্তুতি নেওয়া, এসব আওয়াজ তুলে লাভ নেই। আমি ফাঁকা মাঠে বোম মারি না। আমার এতটুকু সময়ই নেই।
তিনি আরও বলেন, শাকিলা কি করেছে? চুরি-ডাকাতি নাকি কাওকে গুলি করেছি। আমি আসলে কী করেছি ভাই বলেন? মামলার প্রস্তুতি নেওয়ার দরকার নেই, আপনারা অ্যাকশন নেন, মামলা দেন আমার নামে। আপনাদের যদি মনে হয় শাকিলা দোষী, মামলা দেবেন শাকিলার নামে। আওয়াজ তুলে লাভ নেই। আমি আওয়াজ তুলে বসে থাকার মতো মেয়ে না। আমি অ্যাকশন নিতে পছন্দ করি। আপনিও অ্যাকশন নেন। আপনারা দোষ করেছেন আমি অ্যাকশন নিয়েছি। আপনারাও অ্যাকশন নিয়ে সামনে আসেন।
শাকিলা বলেন, বিশ্বের প্রতিটা দেশে মানুষ ব্লগ করে। বাংলাদেশে এমন কোনো মুভি নেই যে সেটার ব্লগ হয় না। আমি যদি বলি শাহরুখ খানকে আমার ভালো লাগে, সালমান খান আমাকে এসে মারবে, খুন করবে? আর ঈদের সময় কে আমাকে টাকা দিয়ে এগুলা করাবে? আর মুভি দেখার জন্য কেউ টাকা দেয়। কার ভাই টাকা আছে যে আমাকে দিছেন মুভি দেখার জন্য। আমি বেকার না। আমি ঢাকাইয়া মেয়ে, আমাদের শিকড় আছে। গাঙের জলে ভেসে আসিনি। আপনি বোম না মেরে প্রমাণ দেখান। আর অনেকেই বলেছেন। তবে তারা কেউ সরকারি বা বেসরকারি চ্যানেলের রিপোর্টার না। এ জন্য তারা বিভিন্ন ফেক, অনলাইন সাইড থেকে এগুলো করছে। অনেকে কমেন্ট করেছে, আবার অনেকে ধন্যবাদও দিচ্ছে। ইনবক্সে গিয়ে সাধারণ মানুষ কমেন্ট করছে যে, শাকিলা তো বাজে কিছু বলেনি। ও বরাবরের মতোই একটা ব্লগ করেছে। আপনারা অনেক নিয়ে এভাবে নিউজ করছেন কেন?
অভিনেত্রী আরও বলেন, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। তাদের একটা গ্রুপ কাজ করছে এটা নিয়ে। সে একা করছে এমন না। আর ওই গ্রুপের সবাই চেষ্টা করছে, যেন আমাকে বুলিং করে, আমাকে দিয়ে ভিডিওটা ডিলিট করার জন্য। তারা হয়তো ভাবছে আমাকে ব্ল্যাকমেল করে, বুলিং করলে, আমি ভয় পেয়ে হয়তো সেটা ডিলিট করে দেব। আমি তো ভুল কিছু করিনি। আর ব্লগ করা তো আইনের আওতায় পড়ে না। ওনারা কেন এটা করছে। আমি আসলে এটা বুঝতে পারছি না। তবে যারা এটা করছে, তাদের এটা বন্ধ করা উচিত।
Advertisement
কারণ, এই ১-২ টা মানুষের জন্য সব সাংবাদিকদের অপমান করা হয়। এদের তো বয়কট করা উচিত। এরা সাংবাদিকতার নাম করে মানুষকে ব্ল্যাকমেল করছে। কিছু টাকার জন্য হয়তো এটা করছে। কিন্তু একটা মানুষের মানসম্মান যে নষ্ট হচ্ছে সেটা তো ফিরিয়ে দিতে পারবে না। সাংবাদিকরা হচ্ছে সম্মানীয় ব্যক্তি। আমি তাদেরকে সম্মান করি। তাদের লেখা হবে বাস্তববাদী। তারা কখনও ফেক কিছু লিখতে পারবে না। সাংবাদিকদের কখনও ওপেন গালাগালিই আসবে না। মানুষের নামে কিছু করে টাকা নেওয়ার চেষ্টা করছে তারা আসলে সাংবাদিকই না, তারা হলুদ সাংবাদিক।
Advertisement
শাকিলা পারভীন বলেন, ওনাকে ডিবি অফিস থেকে কল দেওয়া হয়েছে, কিন্তু উনি যাচ্ছেন না। কালকের মধ্যে না গেলে, আমাকে বলেছে ওনার নামে মামলা দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমাকে হয়রানি করা হচ্ছে, ওনার শাস্তি হওয়া উচিত। আমিন চাই না যে আর কোনো মেয়ে এভাবে হয়রানির শিকার হোক।