প্রত্যাহারের পরও থানায় বহাল তবিয়তে ওসি জাকির হোসেন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুরের পীরগঞ্জ প্রতিনিধি,সোমবার, ০৮ মে ২০২৩ : ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও। সেখানে দেখা যায়, রংপুরের পীরগঞ্জ থানার ভেতরে রাসেল নামে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ঘুষ নিচ্ছেন ওসি জাকির হোসেন। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার জেরে ২৪ এপ্রিল ওসি জাকির হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Advertisement

রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, এ বিষয়ে আমরা যখন জানতে পেরেছি তখন আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিয়েছি। বিধি মোতাবেক যেটা হবে আমরা ব্যবস্থা নিবো।

Advertisement

তবে, থানা ছাড়ার কথা থাকলেও গেল ১৫দিন ধরে তিনি থানার কক্ষে বসে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বালু ব্যবসায়ী রাসেল মিয়ার অভিযোগ, ভিডিও ফাঁসের পর তার নামে উল্টো চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাসেল বলেন, ওসি যেভাবে অত্যাচার করছে, এই অত্যাচারে আমরা থাকতে পারবো না।

ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ওসি জাকির হোসেন বলেন, একটি চক্র ফাঁসানোর জন্য এমনটি করেছে। আর অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইন অনুযায়ী নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার পর পরই ওসিকে বদলি হতে হবে।

ওসি জাকির হোসেন বলেন, আমি ওসি হিসেবে আমার এটা দায়িত্ব ছিল, তাদের মাঝখানে বসে সমাধান করে দেওয়া। আমার কাছে তারা সুবিধা পায়নি, তাই তারা আমার বিরুদ্ধে বলছেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওসি প্রত্যাহার ও বদলির আদেশ বাতিলের পাল্টাপাল্টি দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়দের দুইপক্ষ।