ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,রোববার, ০৭ মে ২০২৩ : বর্তমান সরকার ও ইসির অধীনে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও গাজীপুরের চিত্র ভিন্ন। এখানে বিএনপি পদধারী অনেক নেতা ও সমর্থকই প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন মূল দল ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে।
মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক হান্নান মিয়া হান্নু, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক হাসান আজমল ভুইয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার তারা তিনজনই গত দু’বারের জনপ্রিয় কাউন্সিলর। জয়ের আশায় এবারও তারা প্রার্থী হয়েছেন।
Advertisement
শুধু এই তিনজনই নয়। কমপক্ষে ২৫টি ওয়ার্ডে রয়েছে বিএনপির রাজনীতিতে জড়িত কাউন্সিলর প্রার্থী। কোন কোন ওয়ার্ডে একাধিক প্রার্থীও রয়েছে। এছাড়া মেয়র পদেও বিএনপি ঘরানার প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিএনপি বলছে, দলে রনির কোন পদ নেই, তাই নির্বাচনে বাধা নেই। তবে,রনির গোটা পরিবার বিএনপির রাজনীতিতে জড়িত আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি নিজে ‘বিএনপি পরিবারের’ সদস্য বলেই নিজের পরিচয় দিয়েছেন।
বিএনপির ঘোষণা হল, সিটি করপোরেশন নির্বাচনে তারা যাবে না, যদি কেউ অংশ নেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রনির যেহেতু কোনো পদ নেই, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ‘দরকার নেই’ বলে মনে করছে দলটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের সফি উদ্দিন সফি এবার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক। ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন আব্দুর রহমান। তিনি এবং তার পরিবার এলাকায় বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।
Advertisement
একইভাবে ৪৯ নম্বর ওয়ার্ডে মিলন হোসেন, ৫৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আবুল হোসেন ও সেলিম মিয়া প্রার্থী হয়েছেন। তারা প্রত্যেকেই বিএনপির সমর্থক বলে এলাকায় পরিচিত। ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপি নেতা আলমগীর হোসেন আলম। ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন শ্রমিক দল নেতা ফয়সাল আহমাদ সরকার।
১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাসন থানা বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা এবারও প্রার্থী হয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা তানভীর আহম্মেদ প্রার্থী হয়েছেন।
Advertisement
আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলছেন, কেন্দ্রে বসে বিএনপির নেতারা অনেক কথা বললেও বিএনপি এই নির্বাচন বয়কট করেনি।
এদিকে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এবং আওয়ামী লীগ সমর্থক হারুন অর রশীদ ও জায়েদা খাতুন।