ফরিদপুরে ইউএনও’র ওপর হামলার ঘটনায় দুই মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুর প্রতিনিধি,শনিবার, ০৬ মে ২০২৩ : ফরিদপুরে আশ্রয়ন প্রকল্পের জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর এলাকাবাসীর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।

উভয় মামলায় এক নম্বর আসামি ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এবং মধুখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ আসাদুজ্জামানসহ (৫০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৫ মে) দুপুরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অপর তিন ব্যক্তি হলেন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা (১৯), মো. প্রিন্স মোল্লা (৩২) ও কবিরুল বিশ্বাস (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পুলিশ সুপার মো. শাজাহান বলেন, চার আসামিকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

Advertisement

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আদালত রিমান্ডের শুনানি আগামী রোববার ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেন।

মধুখালী থানা সূত্রে জানা যায়, দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী ইউএনও আশিকুর রহমান চৌধুরীর গাড়ি চালক সুমন শেখ। অপর মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার সরকার।

দুটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ছয়জন নারী। এছাড়া অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে।

গাড়ি চালক সুমন শেখের দায়ের করা মামলায় পথরোধ করে সরকারি কাজে বাধা দেয়া, খুন করার উদ্দেশ্যে মারপিট করে গুরতর জখম, চুরি ক্ষতিসাধনসহ হুকুমদানের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

এসআই প্রবীর কুমার সরকারের দায়ের করা মামলায় সরকারি কাজে বাধা, খুন করার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম, ক্ষতি সাধনসহ হুকুমদানের অপরাধ মর্মে অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ নিশ্চিন্তপুর গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি অভিযান পারিচালনা করে।