ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,বুধবার, ০৩ মে ২০২৩ : আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যা মামলায় মারুফ রেজা সাগরসহ তিন জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (৩ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। তিন আসামি হলেন: মারুফ খান, মাহাবুব রহমান টিটু ও মারুফ রেজা সাগর।
Advertisement
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৮ এপ্রিল একই আদালত এই তিন আসামিকে ৩ মে পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন। জামিনের সেই মেয়াদ শেষে এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে পুনরায় জামিন বাড়ানোর আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আবেদন নাকচ করে জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এদিকে গত ১৬ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ইয়াছিন শিকদার। পরে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৫ জুন ধার্য করেন আদালত।
Advertisement
উল্লেখ্য, গতবছরের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
Advertisement
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করে। তারা জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে।