সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আগামী ২৮ জুন ঘোষণা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০২ মে ২০২৩ : জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, সৌদি আরবে আগামী ২৮ জুন ঈদুল আজহা হতে পারে। সেক্ষেত্রে ২৭ জুন আরাফাতের দিন পালিত হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Advertisement

সোমবার (১ মে) এক প্রতিবেদনে জানা গেছে, চাঁদের গতিবিধি হিসেবে ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোর সম্ভাবনা আছে।

Advertisement

ঈদুল আজহা বিশ্বব্যাপী পালিত মুসলমানদের একটি প্রধান এবং ত্যাগের উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

Advertisement

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

Advertisement

উল্লেখ্য, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ পরিবর্তন হতে পারে।

সূত্র : আল আরাবিয়া