ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনা প্রতিনিধি,শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ : গ্রামীণ উৎসব উপলক্ষে বরগুনায় আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এ খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন হয়ে থাকে। এর মাধ্যমে গ্রামবাসীর নিয়ে তৈরি হয় মিলনমেলা।
Advertisement
হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রতিযোগিতা ঘোড়দৌড়। কিন্তু নানা কারণে এ দৌড় এখন আর দেখাই যায় না। দীর্ঘদিন পর আবারও গ্রামীণ উৎসব উপলক্ষে বরগুনায় আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকেই আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে শুরু হয় উৎসব। দূর দূরান্ত থেকে এ দৌড় উপভোগ করতে আসেন নারী ও শিশুসহ শত শত স্থানীয় গ্রামবাসী। দীর্ঘদিন পর ঘোড়দৌড় দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন দর্শকরা।
Advertisement
গ্রামীণ উৎসব উপলক্ষে এ দিন আয়োজন করা হয় রশি টানাটানি, বালিশ লড়াই, এবং কাবাডি খেলা। গ্রামীণ সংস্কৃতির হারিয়ে যাওয়া এসব খেলা উপভোগ করতে আসেন শত শত গ্রামবাসী। এ উৎসব বিনোদন বঞ্চিত গ্রামবাসীকে উচ্ছ্বসিত করার পাশাপাশি স্মৃতিকাতরও করে তোলে। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ রূপ নেয় মিলনমেলার।
Advertisement
ঈদুল ফিতর উপলক্ষে এ উৎসবের আয়োজন করে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ডেফ।