মাসহ জাহাঙ্গীরও প্রার্থী গাজীপুরে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ : আবার ফিরে এলো ১০ বছর আগের সেই ভোট চিত্র। নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে চ্যালেঞ্জ জানিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন মেয়র থেকে বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর। তার মা জায়েদা খাতুনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিন বিকেলে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। আর তার মায়ের পক্ষে জমা দেন প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ লোকজন।

এক দশক আগে ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম ভোটে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আজমত উল্লা খান। তখন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়ে যান জাহাঙ্গীর।

Advertisement

দলের নির্দেশেও ভোট থেকে সরতে রাজি না হয়ে জাহাঙ্গীর কয়েকদিন নিখোঁজ থাকেন। ভোটের আগে গাজীপুরে ফিরে আমজত উল্লাকে সমর্থন দেন।

তবে ভোটের ব্যালটে জাহাঙ্গীরের নাম থেকেই যায়। সেই নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান নৌকার প্রার্থী আজমত উল্লা। তখন বিভিন্ন মহল থেকে ওই পরাজয়ের জন্য জাহাঙ্গীরকে দায়ী করা হয়েছিল।

এরপর ২০১৮ সালে আজমত উল্লা খানকে বাদ দিয়ে নৌকা প্রতীক তুলে দেয়া হয় জাহাঙ্গীরের হাতে। সেই নির্বাচনে জাহাঙ্গীর জিতে মেয়র পদে বসলেও সুস্থিরভাবে চলতে পারেন নি।

বিতর্ক তার পিছু লেগেই ছিল। ২০২১ সালের নভেম্বরে বেফাঁস মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের থেকে বহিষ্কৃত হন।

Advertisement

অনিয়ম, দুর্নীতির নানা দায়ে মেয়র পদও খোয়ান জাহাঙ্গীর। এরপর দলে ভেড়ার জন্য নানা চেষ্টা-তদবির চালানোর পর অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ।

ভোটের তফসিল ঘোষণার পর গত ১৫ই এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুরসহ পাঁচ সিটিতে নৌকার প্রার্থী ঘোষণা করে।

জাহাঙ্গীরকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় টঙ্গী পৌরসভার সাবেক মেয়রে প্রবীণ নেতা আজমত উল্লা খানকে।

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন ১২ জন।

Advertisement

এদের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান; জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন।

ঢাকা সিটি লাগোয়া গাজীপুর সিটি করপোরেশন ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাছেই হবে রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। ভোট হবে ২৫ মে।