ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ : জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
জাপান সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বুধবার বিকেলে রাজপ্রাসাদে সম্রাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তারা।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি।
Advertisement
এছাড়া শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিও কুকোবু। এর পর সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।
বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপকরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে রয়েছেন- জাপান-বাংলাদেশ কমিটি ফর কর্মাসিয়াল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (জেবিসিসিইসি) চেয়ারম্যান ফুমাইয়া কোকুবু, জেট্রো চেয়ারম্যান অ্যান্ড সিইও ইশিগুরো নোরিহিকো, জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো।
Advertisement
বৈঠকে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন বলে জানা গেছে।
জাপানের সম্রাটের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-পিআইডি
বুধবার বিকেল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের ওই বৈঠকে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করার কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দেয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।
Advertisement
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন।
Advertisement
জাপান সফর শেষে শুক্রবার শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন। সেখান থেকে ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন।
তিন দেশে ১৫ দিনের সফর শেষে ৯ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।