ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুরের পীরগঞ্জ প্রতিনিধি,সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ : অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় থানা থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
Advertisement
এর আগে, রোববার (২৩ এপ্রিল) পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে জনৈক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ দিচ্ছেন, এমন একটি ভিডিও ফাঁস হয়। পরে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ।
Advertisement

এরপর প্রাথমিক সত্যতা পাওয়ায় ওসি জাকিরকে প্রত্যাহার করা হয়। এরপর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
Advertisement
ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Advertisement
এ বিষয়ে ওসি জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
