ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ২৩ এপ্রিল ২০২৩ : করোনা বিপর্যয় শেষে দর্শকখরা কাটিয়ে এবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলা সিনেমা। ঈদকে কেন্দ্র করে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। যে তালিকায় আছে শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ এবং অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’।
ঈদের দিন সকাল থেকে সিনেমাপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বিশেষ এ দিনে সিনেমা দেখতে আসা বলে জানান দর্শকরা।
দর্শকরা জানান, ঈদের সময়টাকে আরও বেশি উপভোগ করার জন্য সিনেমা দেখতে আসা। এছাড়া ব্যস্ততার কারণে অন্য সময় হলে এসে সিনেমা দেখা হয় না তাই ঈদের ছুটিতে সিনেমা দেখতে আসা।
Advertisement
এদিন অনেকে নিজের পছন্দের ছবির টিকিট না পেয়ে হয়েছেন হতাশ আর যারা ছবি দেখেছেন তারা জানিয়েছেন তাদের অনুভূতি। হলে থেকে বেরিয়ে দর্শকরা জানান, একদম ঠিকাঠাক ছিল, মুভির নামের সঙ্গে গল্পের মিল আছে। তাই অনেক ভাল লেগেছে।
Advertisement
তারা আরও জানান, বাংলাদেশের সিনেমা যদি এমন হয় তাহলে দর্শকরা অব্যশই আবারও হলমুখী হবে। তারা সিনেমা দেখতে হলে আসবে।
Advertisement
দর্শকদের সঙ্গে এদিন প্রেক্ষাগৃহে বসে ছবি দেখেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার নায়ক-নায়িকারাও। জানালেন তাদের অনুভুতিও।
চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজল জানান, দর্শক এতো সুন্দরভাবে সিনেমাটি গ্রহণ করায় তাদের ‘জীন’ সিনেমা টিমের পক্ষ থেকে ধন্যবাদ। এছাড়া চারদিকে ‘জীন’ নিয়ে এত লেখালেখি ও কথা হচ্ছে তাতে আমরা ভীষণ আনন্দিত।
Advertisement
চলচ্চিত্র অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী জানান, খুব ভাল লাগছে। বিশেষ করে হলে বসে সিনেমা দেখতে এসে দর্শকদের রিএ্যাকশন খুবেই ভাল লাগে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে দেশর সিনেমা হলে নতুন ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে সর্বাধিক ১০০ হলে মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’।
Advertisement
লিডার ছবি ছাড়া বাকি ৭ টি ছবি হল : অনন্ত-বর্ষার ‘কিল হিম’, বাপ্পী-মিতুর ‘শত্রু’, বুবলী-আদরের ‘লোকাল’, রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ এবং জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’।