ওমান থেকে আসা কফিন খুলে মরদেহটি আরেকজনের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পিরোজপুর প্রতিনিধি,বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ : নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে ওমানে যান রাকিবুল হাসান শেখ (৩০)। সেখানে চাকরি করতেন তিনি। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। গত ৬ এপ্রিল ওমানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন রকিবুল। রাকিবুলের নাম ও পাসপোর্ট নম্বর লেখা কফিন বিমানবন্দর থেকে গ্রহণ করেন পরিবারের সদস্যরা। কফিন বাড়িতে নেওয়ার পর জানাজার আগে খুলে তারা দেখেন, মরদেহ রাকিবুলের নয়, অন্য এক ব্যক্তির।

Advertisement

গতকাল বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাকিবুল ওই এলাকার আবদুল মালেক শেখের ছেলে।

Advertisement

জানা যায়, দুটি মরদেহের কফিন একসঙ্গে আসায় কফিনে লেখা নাম পাল্টে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। পিরোজপুরের রকিবুলের মরদেহ কুমিল্লায় চলে গেছে ও কুমিল্লার মো. জুয়েল নামে একজনের মরদেহ পিরোজপুরে চলে এসেছে। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে সেখানকার কর্তৃপক্ষ বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দুটি মরদেহ বাংলাদেশে পাঠায়।

Advertisement

মরদেহের কফিনে পিরোজপুরের রবিকুল হাসানের নাম ও তার পাসপোর্ট নম্বর লেখা ছিল। অন্য কফিনে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মো. জুয়েল নামে অন্য একজনের নাম ও পাসপোর্ট নম্বর লেখা ছিল। মো. জুয়েলও সড়ক দুর্ঘটনায় মারা যান রকিবুলের সঙ্গেই।

 

Advertisement