ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার,বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ : টানা তাপপ্রবাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে সঙ্গে শিলাও। বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সিলেট নগরীতে প্রথম ঝড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি নামে। রাত এগারোটা পর্যন্ত বৃষ্টি চলছিল।
Advertisement
বৃষ্টিতে ঈদের বাজার করতে আসা মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীরা বেকায়দায় পড়লেও স্বস্তি দেখা গেছে মানুষের মধ্যে। এ সময় অনেকেই শপিং মল বা দোকানে আশ্রয় নেন।
বৃষ্টিতে ঈদের বাজার করতে আসা মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীরা বেকায়দায় পড়লেও স্বস্তি দেখা গেছে মানুষের মধ্যে। এ সময় অনেকেই শপিং মল বা দোকানে আশ্রয় নেন।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর গতকালই বৃষ্টির আভাস দিয়েছিল। তবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়া বাকি জেলা তাপদাহে পুড়েছে আজও। প্রায় ১৬ দিন পর সিলেটে পড়েছে বৃষ্টির ফোঁটা। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, থেমে থেমে বৃষ্টি হলে গরম ভাব কমে যাবে।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া অঅবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দ’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
Advertisement
এছাড়া দেশের অন্যস্থানে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।