ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ : রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের পর এখানেও নকশা বহির্ভূতভাবে দোকান নির্মাণের বিষয়টি উঠে এলো। ফায়ার সার্ভিস বলছে, নকশার বাইরে অবৈধভাবে দোকান স্থাপনের কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আর এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৪৩ ব্যবসায়ীর ভবিষ্যৎ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একই পরিবারের একাধিক সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান।
Advertisement
এদিকে, আগুনের আতঙ্ক কাটিয়ে ব্যবসা শুরু করেছেন নিউমার্কেটসহ আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা।
Advertisement
ব্যবধান মাত্র ১২ ঘণ্টার, রাজধানীর নিউ সুপার মার্কেটের ২৮২ নম্বর স্টলটি ১৪ তারিখেও ছিলো রমরমা। আর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ধ্বংসস্তূপের মধ্যে ক্যাশবাক্স হাতড়িয়ে বেড়াচ্ছিলেন প্রতিষ্ঠানটির মালিক মো. ইসমাইল। আগুন লাগলেও বিশ্বাস ছিল মনে ক্যাশবাক্সে রাখা টাকাগুলো হয়তো টিকে যাবে। তাই ব্যবসায়ীদের কাছে মার্কেটটি বুঝিয়ে দেয়ার পরই ছুটে আসেন দোকানে।
Advertisement
নিউ সুপার মার্কেটে ইসমাইলের আরও তিন ভাইয়ের দোকান ছিলো। বাবার উত্তরসূরী হিসেবেই ব্যবসা চালাচ্ছিলেন তারা। ভাইদের মধ্যে সবার ছোট আহসান হাবিব। বৃদ্ধ বাবাকে নিয়ে মা প্যান্ট হাউজটি নেড়েচেড়ে কিছু একটা খুঁজছিলেন তিনি।
ফায়ার সার্ভিস বলছে, তিনতলায় ২২৮টি দোকান পুড়ে ধ্বংসস্তূপ হয়ে গেছে। দোতালায় পুড়েছে ১৫টি। আগুনের কারণ জানতে না পারলেও, নকশার বাইরের বাড়তি দোকান আগুন নেভাতে বড় প্রতিবন্ধতা সৃষ্টি করেছে বলে জানায় সংস্থাটি।
Advertisement
ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) তাজুল ইসলাম বলেন, পুরো মার্কেটটিই ঝুঁকিপূর্ণ। আগুনের যেসব ঝুঁকি রয়েছে এগুলা এর আগেও আমরা বলেছি, এখনও বলছি। এখানে নকশা অনুযায়ী দোকনগুলো তৈরি করা হয়নি। নকশা যতটা আছে তার চেয়ে দুই তিন গুণ বেশি দোকান এখানে রয়েছে। সুতরাং নকশার বাইরে যখন যাচ্ছি তখনই এ সমস্যাগুলো হচ্ছে।
Advertisement
এদিকে একদিনের ব্যবধানে নিউমার্কেটে শুরু হয়েছে আবার বেচাকেনা। আশপাশের মার্কেটও খুলে দেয়া হয়েছে। তবে ঈদের আগে নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের দোকান খোলার বিষয়টি এখনো অনিশ্চিত।