‘আদম’ সিনেমার সেন্সর বাতিল চেয়ে করা রিট শুনবে না হাইকোর্ট (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১৬ এপ্রিল ২০২৩ :আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘আদম’ সিনেমার সেন্সর বাতিল চেয়ে করা রিট শুনবে না হাইকোর্ট। বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১৬ এপ্রিল) রিটটি না শুনে  ঈদের পর নিয়মিত আদালতে যেতে বলেন।

Advertisement

রিটের বিষয়ে আইনজীবী মো. ইসমাঈল হোসেন বলেন, ‘আদম’ সিনেমাটিতে ধর্মীয় বিধান ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং সিনেমাটিতে বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। তাই সিনেমাটির সেন্সর সনদপত্র/ছাড়পত্র বাতিল করে প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, যেহেতু মহামান্য হাইকোর্ট রিটটি শুনবেন না বলেছেন এক্ষেত্রে আমরা রেগুলার বেঞ্চে রিটটি দায়ের করবো।

Advertisement

এর আগে গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো: জামিল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘আদম’ সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করে এর প্রদর্শন ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, আদম সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরন, প্রযোজক তামিম হোসাইনকে বিবাদী করা হয়েছে।

Advertisement

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর পেয়েছে। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহান।

Advertisement

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি উপলক্ষে ইতোমধ্যে ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে।