ঈদ ঘিরে লক্কড়ঝক্কড় বাস মেরামতের হিড়িক (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ : ঈদকে সামনে রেখে লক্কড়ঝক্কড় বাস মেরামতের হিড়িক পড়েছে। পুরনো ইঞ্জিন আর চেসিসের ওপর বসছে নতুন বডি। রাজধানীর আশপাশের গ্যারেজগুলোতে দিনরাতে সমানতালে কাজ চলছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব ফিটনেসবিহীন যানবাহন।

Advertisement

তথ্যমতে, ঈদযাত্রায় মেয়াদহীন যানবাহন যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, তেমনি যত্রতত্র নষ্ট হয়ে পথের ভোগান্তি বাড়িয়ে তোলে। এসব জানার পরও ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন মেরামতের কাজ চলছে। একইসঙ্গে পুরনো যানবাহন নতুন করে রং করে দূরপাল্লার যাত্রায় নামিয়ে দেন পরিবহন মালিকরা। এমন শত শত ঝুকিঁপূর্ণ বাস-মিনিবাস ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে।

Advertisement

বাস মালিকরা এসব কাজকে রুটিন কাজ হিসেবেই দেখেন। তাদের দাবি, পুরো বাস সংস্কারের সুযোগ না থাকায় রং আর সিট মেরামতে বেশি নজর দেওয়া হয়।

Advertisement

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, যাত্রী না থাকায় প্রতিটা টার্মিনালে শত শত বাস পার্কিং করে রাখা হয়। কিন্তু যখন যাত্রীর চাপ বাড়ে, তখন গাড়িগুলো চলে।

তিনি বলেন, আমাদের মতো পরিবহন সংস্থাগুলো লক্কড়ঝক্কড় বাস চালায় না। কিছু মালিক আছে যারা ফিটনেসবিহীন গাড়ি চালায়, তবে সেটার সংখ্যাও বেশি নয়। একশোটা গাড়ির মধ্যে হয়তো দু-একটা ফিটনেসবিহীন গাড়ি পাওয়া যায়।

Advertisement

পরিবহন বিশেষজ্ঞরা বলেন, কোনোভাবেই এসব যানবাহনকে মহাসড়কে চলতে দেওয়া ঠিক হবে না। দুর্ঘটনার মূল কারণ ফিটনেসবিহীন যানবাহন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, প্রতি ঈদে দুর্ঘটার বড় কারণ আনফিট গাড়ি। এ ছাড়া বেশি লাভের আশায় অনেক বাস মালিক মফস্বলের গাড়িও মহাসড়কে নামিয়ে দেন। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঈদের সময় না, এসব লক্কড়ঝক্কড় যানবাহন সড়কে নামার আগেই ব্যবস্থা নেওয়া উচিত।