ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ : রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়েছে এ শোভাযাত্রা।

Advertisement

শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে ফের চারুকলায় গিয়ে শেষ হবে। এই আয়োজন সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকরা।

Advertisement

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পরিদর্শন শেষে শোভাযাত্রার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Advertisement

এর আগে এদিন সকাল সোয়া ৬টায় রাগ যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে প্রধান অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে ছুটে আসা মানুষ হাজির হওয়া শুরু করেছেন। এবার অনুষ্ঠানমালা ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি এবং সবশেষ জাতীয় সংগীত রাখা হয়।