কুমিল্লায় পরিবহন নেতা হত্যায় তিন জনের ফাঁসির আদেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,বুধবার, ১২ এপ্রিল ২০২৩ : কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

Advertisement

বুধবার (১২ এপ্রিল) বেলা সা‌ড়ে ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫), একই দক্ষিণ সতানন্দি গ্রামের মোছা. আলো আক্তার (৩০) এবং একই জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণ পাড়ার মো. রাসেদ (২৮)।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, রাজা মিয়ার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরাতন চরচাষি ছায়েদ আলী মুন্সী বাড়ি এলাকায়। তিনি গজারিয়া পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ১৩ জুন তার মৃত্যুর খবর পাওয়া যায়। পরের দিন রাজা মিয়ার বড়ভাই বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে রাজা মিয়ার স্ত্রী আলো আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি হত্যার কথা স্বীকার করে তাপস ও রাসেদের নাম বলেন। এরপর পুলিশ তাদের আটক করলে তার আদালতে স্বীকারোক্তি দেন। পরকীয়ার কারণে হত্যাটি হয় বলে আসামিদের স্বীকারোক্তিতে উঠে আসে।

Advertisement

রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাড. মো. নজরুল ইসলাম জানান, দাউদকান্দি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জন কুমার ঘোষ মামলার ঘটনার তদন্ত শেষে ২০১৪ সালের তিন নভেম্বর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ২৭ মে আসামিরদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেদ উপস্থিত থাকলেও আলো আক্তার ও তাপস পলাতক রয়েছেন।

Advertisement

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এপিপি নজরুল বলেন, মামলার এজাহারকারী এবং রাষ্ট্রপক্ষ শিগগিরই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

অপরদিকে আসামি পক্ষের অ্যাড. মোঃ মাসুদ সালাউদ্দিন বলেন, এ রায়ে তারা ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

Advertisement