প্রধান শিক্ষককে কোপানো সেই ছাত্র র‍্যাবের অভিযানে গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ : মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Advertisement

সোমবার ভোররাত ৪টার দিকে রাজধানী ঢাকার মহানগর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু আহম্মেদ সদর উপজেলার ভাড়ারিয়ার খাবাশপুর এলাকার বাসিন্দা। তিনি খাবাশপুর এলাকার কিশোর গ্যাংয়ের লিডার।

Advertisement

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এসময় তার কাছ থেকে একটি দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement

তিনি বলেন, ইভটিজিং ও শৃঙ্খলাভঙ্গসহ বেশ কয়েকটি অপরাধের জন্য জন্য ২০২২ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজু আহম্মেদকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে হুমকি দিয়ে আসছিল রাজু আহম্মেদ।

বহিষ্কারের জেরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা করে পালিয়ে যায়।

Advertisement

পরে স্থানীয়রা এবং বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে ওই প্রধান শিক্ষক নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।