সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে বিক্ষোভ-ভাঙচুর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার বিকাল চারটায় সমিতির দুইটি হলরুমে ইফতার মাহফিলের আগে দুই পক্ষের আইনজীবীদের মুখোমুখি অবস্থান তৈরি হলে এ ঘটনা ঘটে।

এসময় হল রুমে ব্যানার ছেঁড়া ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি (অ্যাডহক কমিটি) সমিতির ২ নম্বর হলরুমে তাদের ইফতারের ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাদের ব্যানার কেড়ে নেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হলরুমে প্রবেশ করেন। এতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একপর্যায়ে চেয়ার-টেবিল-প্লেট ফেলা ও ভাঙচুর করা হয়। এরপর সমিতির ১ নম্বর হল রুমে দুই পক্ষের আইনজীবীরা প্রবেশ করেন। তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইফতার মাহফিলের চেয়ার-টেবিল তছনছ হয়ে যায়। এরপর বেলা সাড়ে চারটা থেকে থেমে থেমে দুপক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন।

ঘটনার বিষয়ে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্ট বারে যেটা হয়েছে, তা নিন্দনীয়। এ ঘটনা ঘটা উচিত হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিত নয়। আমরা অ্যাডহক কমিটি কারও পক্ষে নই। আমরা চাই আগামী ১৪ থেকে ১৫ জুন সুপ্রিম কোর্ট বারে একটি সুষ্ঠু নির্বাচন করতে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

Advertisement

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিএনপি সমর্থক আইনজীবীরা ভাঙচুর করেছে। তারপরও আমরা ইফতার মাহফিল করেছি। তাদের কারণে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা ইফতার মাহফিলে আসেননি।

Advertisement

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।