চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু পাচার, গ্রেপ্তার ৪

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাইবান্ধা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ ; চেতনানাশক ইনজেকশন দিয়ে চারটি গরু পাচার করার সময় একটি ট্রাকসহ আন্তজেলা চোর দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সদ্য প্রসূত গাভিও ছিল, কিন্তু গাভির সঙ্গে বাছুর ছিল না।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর কাশিডাঙ্গা উপজেলার রাইপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বিজয় ইসলাম বাবু (১৯), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব (২৩), গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রেজাউল শেখ (৪০) ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২৭)।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর থানার একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের বাড়ির সামন থেকে ৪টি গরুসহ নম্বরবিহীন একটি ট্রাক আটক করে। এ সময় আন্তজেলা গরু চোর দলের সক্রিয় চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে হাত বদল করে হাটে বা অন্য চোর চক্রের কাছে বিক্রি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গাইবান্ধা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানায়।

Advertisement

পুলিশ সুপার বলেন, আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে। চোর চক্র গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ট্রাকে ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল। সদ্য প্রসূত দুইটি গাভির বাছুর সঙ্গে না থাকায় গাভির ওলান (দুগ্ধ-স্তন) ফুলে যাওয়ায় প্রাণিসম্পদ বিভাগ থেকে চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, গরুর মালিকদের খুঁজে বের করে তাদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে।

Advertisement