ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ : ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশের কাপড়ের অন্যতম বড় ও প্রধান মার্কেট বঙ্গবাজার। ভোর থেকে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
Advertisement
মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে তাদের সাথে যোগ দেয় সেনা, বিমান ও নৌ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল থেকে হেলিকপ্টারে করে পানি নিয়ে ঘটনাস্থলে ছিটানো হচ্ছে। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের আশেপাশের বাঘির ও রাস্তায়।
Advertisement
মার্কেট ও আশেপাশের এলাকায় এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী পুলিশ সদর দপ্তরের দেয়াল ঘেঁষা মহানগর শপিং কমপ্লেক্সেও।
বঙ্গবাজারে আগুনের তীব্রতার কারণে সড়কে রাখা ফায়ার সার্ভিসের গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে পাইপ সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।
Advertisement
বড় এলাকায় টিন ও কাঠ দিয়ে নির্মিত শত শত দোকান নিয়ে এই বঙ্গবাজার। ঈদ সামনে রেখে সব দোকানেই প্রচুর নতুন পণ্য তোলা হয়েছিল। কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন, সেখানে প্রায় চার হাজারের মতো দোকান আছে। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুলাই সেখানে আগুন লেগে মার্কেটের গুলিস্তান ইউনিটের কয়েকটি দোকান পুড়ে যায়।
Advertisement
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।