ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেটের বিয়ানীবাজার প্রতিনিধি ,রোববার, ০২ এপ্রিল ২০২৩ : খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে, বিছানায় রক্তের দাগ পেলেও পায়নি মরদেহ। এরপর থেকেই সেই মরদেহের সন্ধানে নামে পুলিশ। কিন্তু অবিশ্বাস্য হলেও, ঘটনার দুদিন পর মরদেহ নয়, ‘খুন হওয়া’ সেই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এমন চাঞ্চল্যকর নাটকীয় ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজারে।
Advertisement
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৩১ মার্চ) ভোররাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন ফোন করে জানান, মাথিউরা ইউনিয়নের অন্তর্গত মাথিউরা পূর্বপার গ্রামের মো. আব্দুল হেকিমের (৬৮) বাড়ির কেয়ারটেকার নাহিদ ইসলাম (২৮) খুন হয়েছেন।
Advertisement
খবর পেয়ে বিয়ানীবাজার থানার এক দল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে বিছানা, ঘরের মেঝে এবং বারান্দা রক্তে সয়লাব থাকলেও মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
\
Advertisement
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হওয়ায় এর রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য বিয়ানীবাজার থানার একটি গোয়েন্দা দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
Advertisement
অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) খুন হওয়ার নাটক সাজানো নাহিদকে নরসিংদী থেকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকশ দল।
Advertisement
পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন অপরাধে জড়িত নাহিদ নীলফামারী থেকে ১৪ বছর আগে সিলেটে আসেন। এরপর ভুল তথ্য দিয়ে বিয়ানীবাজারের ঠিকানায় জাতীয় পরিচয়পত্রও করেন। এ ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।