বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় গাছ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রঙ্গশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খলিফা জানান, জয়ধর এবং জাকির খাঁর মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে থাকা একটি রেইনট্রি গাছ মঙ্গলবার বিকেলে কোটে নেয় জাকির হাওলাদার। এর রেশ ধরে আজ ভোরে জয়ধর খাঁর লোকজন জাকিরের ওপর হামলা করে। এই খবর ছড়িয়ে পড়লে জাকিরের বাড়ির লোকজন পাল্টা আক্রমণে গেলে পরবর্তীতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে মো. মিজান, খোকন হাওলাদার, জাকির হাওলাদার, মো. মুসার নাম জানা গেছে। আহতদের বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, জমির গাছ নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের শত শত গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।