বাংলাদেশ আর কারো কাছে সাহায্য চাইবে না : প্রধানমন্ত্রী

SHARE

1741প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মনে রাখতে হবে, বাঙালি মুক্তিযুদ্ধের মাধ্যমে জয়লাভ করেছে। দেশের উন্নয়নে বাংলাদেশ আর কারো কাছে সাহায্য চাইতে যাবে না।

বুধবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষি ও কৃষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না। আমরা নিজস্ব শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাবো। আমাদের মনে রাখতে হবে, বাঙালি মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা জাতি।

তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে মানুষকে ঋণ দেয়া হচ্ছে। বিশাল অংকের এসব ঋণ বেকার যুবক-যুবতীদের কাজে আসছে। তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয় বর্গা চাষীদের বিনা জামানতে অল্প সুদে কৃষি ঋণ শুরু করি আমরাই।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা কৃষকদের সব রকম সুযোগ-সুবিধা দিয়েছি। একটা সময় বিশ্ব ব্যাংক আমাদের বলেছিল- কৃষকদের ভর্তুকি দেয়া যাবে না। কিন্তু আমরা বলেছি এই ভর্তুকি নিজস্ব অর্থায়নে দেবো এবং তা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, কাজ করে যেতে হবে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে মন্ত্রী সভার সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।