ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ০১ এপ্রিল ২০২৩ : ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সংগীতশিল্পী তাসরিফ খানকে ফেসবুক লাইভে এসে অভিশাপ দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর ২০ দিন পরে এসে শুক্রবার তাসরিফের কাছে ক্ষমা চাইলেন তিনি।
Advertisement
এ নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘কিছুদিন আগে তাসরিফ খানকে নিয়ে আমি কিছু কথা বলি এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ছিল, আর এই বিষয়টি পরবর্তিতে কথা বলে বুঝতে পেরেছি। লাইভে এসে ব্যঙ্গ করাটা আমার একদম উচিত হয়নি।
Advertisement
‘আসলে বিষয়টা আমি এভাবে বলতে চাইনি, আমি পুরোটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, তাই অনেকে আমাকে ভুল বুঝেছেন, আমি তার জন্য ক্ষমা প্রাপ্তি এবং দুঃখিত। এবং আশা করি তাসরিফ খান বিষয়টা মন থেকে মুছে ফেলবে। দেশবাসীও আমাকে ক্ষমা করবে ।
Advertisement
গত ১০ মার্চ ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহ্ পাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্ পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের কিন্তু কী করেছে দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহংকারের পতন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাবো, সে বলেছে- হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাবো না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’
Advertisement
হিরো আলমের এমন বক্তব্যের পরদিন ফেসবুক লাইভে এসে বরং তার প্রতি শ্রদ্ধা জানান তাসরিফ।