বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুর প্রতিনিধি,শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ‘কোনও সাংবাদিকের ক্ষতি হবে না, যদি তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। সত্যকে উদযাটন করে যারা সংবাদ পরিবেশন করেন, তাদের ক্ষতি হতে পারে না।’

Advertisement

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়ে শাজাহান খান বলেন, ‘তিনি স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে।’

Advertisement

 

উদাহরণ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে একজন মহিলাকে দিয়ে জাল পুড়িয়ে ছবি তুলে প্রচারণা করা হয়েছিল, দেশে খাদ্য নেই, বস্ত্র নেই। এতে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক তেমনি এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

Advertisement

শাজাহান খান বলেন, ‘শামসুজ্জামান যে কাজটি করেছেন, সেটি ঠিক করে নাই। একজনের হাতে ১০ টাকা দিয়ে তাকে নিয়ে স্বাধীনতার দিনে যে কথাগুলো লিখেছেন, সেটা মোটেও ঠিক করেন নাই।’

Advertisement

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান প্রমুখ।
Advertisement