শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ (ভিডিও)

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ : প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে ও তার মুক্তির দাবিতে শুক্রবার বেলা ৩ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানায় তারা।

Advertisement

মিছিল সহযোগে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় বিভিন্ন প্রগতিশীল ছাত্র রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী। অবরোধ চলাকালীন “শামস ভাই জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই”, “এবোলিশ ডিএসএ”, “জেলের তালা ভাঙবো, শামস ভাইকে আনবো” ইত্যাদি স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

Advertisement

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, “তার নিউজে ছিল মানুষের চাল-ডাল ভাত-মাংসের স্বাধীনতার কথা। বাংলাদেশের যে শুধু একটি শ্রেণি, খেটে খাওয়া মেহনতি মানুষরাই কষ্টে আছে বিষয়টি তা নয়। আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কষ্টে আছে। যারা এই রমজান মাসে পরিবার থেকে দূরে ক্যাম্পাসে অবস্থান করছেন। ক্লাস টিউশনি করছেন। মাসে চার-পাঁচ হাজার টাক্স্র জন্য অনেক শিক্ষার্থী হলে থাকছেন।

Advertisement

আপনারা জানেন আমাদের হলগুলোতে খাবারের কি অবস্থা। হলের ডাইনিং এর ডাল যে কি ডাল তা আর বলার অপেক্ষা রাখে না। মেহনতি মানুষেরা, সেই দিনমজুর জাকির, যার কথা নিউজে তুলে ধরা হয়েছে তারা কিভাবে চলছেন। একাত্তর টিভি কত বড় অনুসন্ধানী রিপোর্ট করেছে, তারা প্রমাণ করে দিয়েছে যে সেই শিশু ফুলবিক্রেতার জীবনে কোন দু:খ নাই, কষ্ট নাই। সে ক্লাস ওয়ানে পড়ে আর ফুল বিক্রি করে। হতাশার বিষয় যেটা মামলার এজাহারে এই প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের আইন, রাষ্ট্রব্যবস্থা আর সংবাদপত্রের স্বাধীনতা।”।

Advertisement

সাংবাদিক শামস এর নিঃশর্ত মুক্তি দাবি করে সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী বলেন, “একটি রাষ্ট্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে ভোরবেলা সাদা পোশাকে গ্রেপ্তার করা হয়, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। সত্য এই যে আমরা আমাদের মাসিক খরচে আর চলতে পারছি না, সবকিছুর দাম বাড়তি। কিন্তু এই সরকার তা বলতে দিবে না, নানাভাবে হামলা-মামলা করে থামিয়ে দিতে চাইছে”।

Advertisement

এসময় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এসময় শতাধিক পুলিশ মহাসড়কের পাশে অবস্থান নেয়।