শিশুর হাতে টাকা দিয়ে প্রতিবেদন তৈরি ‘ক্রিমিনাল অফেন্স’: তারানা হালিম

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ : শিশুর হাতে ১০ টাকা দিয়ে প্রথম আলো বর্তমান সরকারকে বিব্রত করতে প্রতিবেদন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু অধিকার কর্মী এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ধরনের কাজকে তিনি ‘ক্রিমিনাল অফেন্স’ বলেও উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) যুব মহিলা লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বক্তব্য দেন।

Advertisement

তারানা বলেন, ‘এ কাজের মাধ্যমে আপনারা (প্রথম আলোর সাংবাদিক) শিশুকে এক্সপ্লয়েড (নেতিবাচক কাজে উৎসাহ/শিশু শোষণ) করেছেন। আর শিশুর হাতে টাকা দিয়ে প্রতিবেদন তৈরি নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়।’
শিশুটির বাসায় টিভি, ফ্রিজ ও সেগুন কাঠের খাট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনের প্রথম ধাপেই আপনারা শিশুটিকে শেখালেন তার মূল্যবোধ ক্রয়যোগ্য, অর্থের বিনিময়ে প্রলুব্ধ হওয়া কোনো বড় ব্যাপার নয়, অর্থের বিনিময়ে নিজের বিবেককে বন্ধক রাখা যায়।
Advertisement
‘আপনারা তাকে শেখালেন, আদর্শলিপিতে আমরা যে ‘অর্থ অনর্থের মূল’ বলে শিখেছিলাম, সেটি ভুল শিখেছিলাম। রাজনৈতিক যেকোনো চালে শিশু হোক বা যে-ই হোক, সে ব্যবহৃত হতে পারে এতে অন্যায়ের কিছু নেই।
‘আপনারা শেখালেন অর্থের জন্য বিপথে পা বাড়ানো যায়। আর বিপথে পা বাড়ানোর প্রথম সিঁড়িটি যদি জাতির স্তম্ভ হিসেবে পরিচিত একটি স্তম্ভ করে থাকে তাহলে সে স্তম্ভটিকে নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’
Advertisement
ইজি মানি (অবৈধ অর্থ) কাকে বলে এটি সাংবাদিক শিশুটিকে শিখিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ যে ছেলেটি ১০ টাকার বিনিময়ে সংবাদমাধ্যমে এ ধরনের বক্তব্য দিয়েছে, এ ছেলেটি যে ভবিষ্যতে বন্দুক হাতে সন্ত্রাসী হয়ে উঠবে না সেটির নিশ্চয়তা আপনারা দিতে পারেন? কারণ, অর্থের মূল্য তো আপনারাই তাকে শিখিয়ে দিয়েছেন।’
‘সমগ্র বাংলাদেশ যে অবৈধ অর্থের (ইজি মানি) বিরুদ্ধে যুদ্ধ করছে এর মজাটা সাংবাদিক তাকে বুঝিয়ে দিয়েছেন,’ বলেন এ শিশু অধিকার কর্মী।
যারা এ কাজটি করেছেন তাদের উদ্দেশ করে তারানা হালিম বলেন, ‘আপনারা কি কিছু প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছেন?’ বঙ্গবন্ধুর সময়ে বাসন্তীকে জাল পরাবার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাসন্তীকে জাল পরাবার ঘটনাটি ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার একটি প্রেক্ষাপট ছিল। মৃত্যুর আগে বাসন্তী বলে গিয়েছিল ‘আমি একটা ভুল করে গিয়েছিলাম। আমাকে একজন সাংবাদিক ভাই টাকা দিয়ে বলেছিল তোমার শাড়ির ওপরে জালটা পরে নাও। আমি একটা ছবি তুলব।’
Advertisement
তারানা হালিম বলেন, ‘একজন মা হিসেবে, একজন নারী ও শিশু অধিকার কর্মী হিসেবে আমি বলতে চাই, কোনো শিশুর হাতে টাকা ধরিয়ে দিয়ে নির্লজ্জতা করলে তার বিরুদ্ধে আমরা দাঁড়াব। কারণ, আমরা চাইল্ড এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে, একটি শিশুকে জীবনের প্রথম ধাপে টাকা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মাধ্যমে পরবর্তী সময়ে আবির্ভূত সন্ত্রাসী বানানোর বিরোধিতা করছি এবং করে যাব।’
Advertisement