একসঙ্গে উধাও সেই ৪ বান্ধবী বাসায় ফিরেছে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ : রাজধানীর মিরপুরে স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে উধাও হওয়া চার বান্ধবী নিজ থেকেই বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর-১৩ নম্বরে নিজেদের বাসায় ফেরে।

Advertisement

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় স্কুলের কথা বলে বেরিয়ে চার বান্ধবী আর বাসায় না ফেরায় এক শিক্ষার্থীর বাবা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

Advertisement

এর মধ্যে মিরপুর-১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির (মাদ্রাসা) অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী ও কাজী আবুল হোসেন হাইস্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। তাদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে।

Advertisement

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর বাবা জিডি করার পর আমরা কাজ শুরু করেছিলাম। প্রাথমিক আলামত হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। যেখানে চারজনকে একসঙ্গে স্বাভাবিকভাবে হেঁটে যেতে দেখা গেছে। কিন্তু চারজনের কারো কাছে মোবাইল ফোন না থাকায় সহজে তাদের লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। এর মধ্যে রাত ১১টার দিকে খবর পাই ওই চার বান্ধবী বাসায় ফিরেছে।’

Advertisement

কেন তারা এভাবে চলে গিয়েছিল আর এ সময় কোথায়, কার কাছে ছিল–সে বিষয়ে থানায় ডেকে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি।

হাফিজুর রহমান বলেন, ‘নিখোঁজ হওয়ার দু-তিন দিন আগে শিশুদের মা-বাবা তাদের বকা দিয়েছিল বলে জানতে পেরেছি। ধারণা করছি, সেই রাগ থেকে তারা এক হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। তারা খুব ভালো বান্ধবী।’
Advertisement

এদিকে নিখোঁজের ঘটনায় করা জিডিতে এক শিক্ষার্থীর বাবা লেখেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে ওই দিন মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওই দিন আরও জানতে পারেন, তার মেয়ের তিন বান্ধবীও বের হয়ে আর বাসায় ফেরেনি। সবাই স্কুল ড্রেস পরিহিত ছিল। স্কুলব্যাগও সঙ্গে ছিল সবার।’