চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২১

SHARE

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২১ 3শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও এক শ্রমিক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার শেষ বিকেলে চীন-রাশিয়া সীমান্তবর্তী জিক্সি শহরের ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়। এ সময় খনিটিতে ৩৮ জন শ্রমিক ছিলেন। খনিটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘লংমে মাইনিং হোল্ডিং গ্রুপ’ নামে একটি কোম্পানি পরিচালনা করে থাকে।
বিশ্বের সর্ববৃহৎ কয়লা উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও চীনে প্রায় প্রতি বছরই ছোট বড় কয়লা খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত বছর দেশটির এক কয়লা খনিতে দুর্ঘটনায় ৯৩১ জন শ্রমিক মারা যান। গত জুলাইয়ে হেইলংজিয়াং প্রদেশের বন্যাকবলিত একটি কয়লা খনিতে সাত দিন আটকা থাকার পর কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়। ওই ঘটনায় চার শ্রমিক মারা যান। এসব দুর্ঘটনার বেশিরভাগই উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির কারণে হয়ে থাকে।