ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাতক্ষীরা প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ : সোমবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার সড়কে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় ব্যাংকের সাধারণ গ্রাহকরা লেনদেন করতে না পেরে ভোগান্তির শিকার হন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক ম্যানেজার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
পৌরসভার কর্মচারীদের অভিযোগ, চলছে রমজান মাস, সামনে ঈদুল ফিতর গত মাসের বেতন হয়নি, ঈদের বোনাসসহ বেতন অনিশ্চিত হয়ে পড়ায় বাধ্য হয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে তারা।
সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছে, ব্যাংকের দুদিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে, এতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট স্থগিত করেছে।
Advertisement
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলছেন, কেন ব্যাংক টাকা দিচ্ছেনা, তা তিনি জানেন না। তার অভিযোগ ব্যাংক কারো স্বার্থ রক্ষায় এ কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একাধিক আন্দোলনকারী কর্মচারী জানান, সাতক্ষীরা পৌরসভার কোনো কর্মকর্তা-কর্মচারী গত ২/৩ মাস যাবত বেতন উত্তোলন করতে পারছেন না। বেতনের টাকা উত্তোলনকে কেন্দ্র করে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক কর্মকর্তা ও পৌর কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সে কারণে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার সড়কে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সামনে পৌরসভার ময়লা আবর্জনার গাড়ি রেখে অবরোধ করা হয়।
Advertisement
আন্দোলনকারীরা জানান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলায় হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি তারিখে সাময়িকভাবে বরখাস্ত হন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কাজী ফিরোজ হাসান।
এরপর গত ১৪ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত চিশতিকে মেয়র পদে বসতে দেয়নি পৌর কর্তৃপক্ষ।
এরপর গত ১৪ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত চিশতিকে মেয়র পদে বসতে দেয়নি পৌর কর্তৃপক্ষ।
Advertisement
এদিকে, উচ্চ আদালতের স্থগিত হওয়া বরখাস্তের পর সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালসার ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে পৌরসভার লেনদেন বন্ধ হয়ে যায়। এর ফলে গত ২/৩ মাস যাবত পৌর কর্মচারীরা তারা তাদের বেতন পাচ্ছে না।
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পৌর কর্মচারীদের মাসিক বেতনের টাকা দেয়ার জন্য আমার এবং পৌরসভার সচিবের (সিইও) যৌথ স্বাক্ষরে একটি একাউন্ট খোলা হয় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক, সাতক্ষীরা শাখায়। কিন্তু টাকা উত্তোলন করা যাবে না বলে হাই কোর্টের চিঠি আছে জানিয়ে বেতনের টাকা তুলতে দিচ্ছে না।
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সরফরাজ নেওয়াজ বলেন, পৌরসভার কর্মচারীদের বেতনের টাকা দেয়ার জন্য বাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি।
Advertisement
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করে গত ৬ ফেব্রুয়ারি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশিতিকে বরখাস্ত করে। চলতি বছরের গত ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতির বরখাস্তের আদেশ স্থগিত হয়।
তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে স্ব পদে বহালের আদেশ না দেয়ায় তিনি এখনো পৌরসভার দায়িত্ব পালন করতে না পারায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।