মুক্তিযোদ্ধার জায়গা দখল করে দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সোমবার, ২৭ মার্চ ২০২৩ : কক্সবাজারের পেকুয়ায় মুক্তিযোদ্ধার জায়গা দখল করে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে তা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে।

Advertisement

জানা যায়, টৈটংয়ের বনকানন বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত মুক্তিযোদ্ধা আ ক ম শাহাব উদ্দিন ফরায়েজীর একটি দোকানঘর রয়েছে। সম্প্রতি সেখানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে তা দখলে নিয়েছেন টেটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম।

Advertisement

সোমবার সরেজমিনে দেখা যায়, টৈটং বনকান বাজারের বিবাদমান ওই দোকান ঘরটিতে টিনের বেড়া দেওয়া হয়েছে। সেখানে টাঙানো হয়েছে টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় নামের সাইনবোর্ড। যেখানে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরীর ছবি লাগানো রয়েছে। সাইনবোর্ডে দলীয় কার্যালয় লেখা থাকলেও দোকানের ভেতরে দেখা যায়নি কোনো চেয়ার-টেবিল।

 

Advertisement

 

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আ ক ম শাহাব উদ্দিন ফরায়েজীর ছেলে মেহেদী হাসান ফরায়েজী বলেন, ১৯৯০ সালে বনকানন বাজার প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই দোকানঘরটি আমাদের ছিলো। তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে চেয়ারম্যান আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দোকানটি দখলে নিয়েছেন।

Advertisement

তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানিয়েছি। এছাড়া ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী বলেন, ঘরটি মুক্তিযোদ্ধা ফরায়েজী সাহেবের ছিলো। কয়েক বছর ধরে সেটি দলীয় অফিস হিসেবে আমরা ব্যবহার করে আসছি। এখন তারা ঘরটি দখলের অভিযোগ করছে।

Advertisement

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, ১০ বছর আগে মুক্তিযোদ্ধা আ ক ম শাহাব উদ্দিন ফরায়েজী নিজেই এই অফিসটি চালু করেছিলেন। তখন থেকেই দোকান ঘরটি আওয়ামী লীগের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন তার ছেলে দাবি করছে, আমরা তাদের দোকান দখলে নিয়েছি।