মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তারা। সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে সাঈদীর ফাঁসি চেয়ে আপিলের রায়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ-এর জন্য আবেদন করা হয়।
আপিলের রায় পুনর্বিবেচনার মূল আবেদনে ৩০ পৃষ্ঠার ৫টি গ্রাউন্ডে অ্যাডভোকেট অন রেকর্ড জমা দিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান।
এদিকে, সাঈদীর খালাস চেয়ে রিভিউ করবেন কিনা জানাননি তার আইনজীবীরা। তবে জানা গেছে, খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবদন (রিভিউ) করার আগ্রহ প্রকাশ করেনি আসামিপক্ষ।
এ বিষয়ে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান বলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এরপরই আবেদন করা হবে।’