কুমিল্লায় দুই ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের ফাঁসি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি, সোমবার, ২৭ মার্চ ২০২৩ : কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এছাড়া ১০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।

Advertisement

দণ্ডপ্রাপ্ত আসামি আল সফিউল ইসলাম ওরফে ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম ওরফে আবুলের ছেলে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
Advertisement
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) নামে সৎ দুই ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায় আরেক সৎ ভাই আল সফিউল ইসলাম ওরফে ছোটন।
Advertisement
এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে আল সফিউল ইসলাম ওরফে ছোটনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার দুদিন পর ১ মার্চ গ্রেপ্তারের পর পুলিশ আসামি ছোটনকে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Advertisement
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুল হক ওই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার জনাকীর্ণ আদালতে তাকে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
Advertisement